এই কোর্সটিতে আমরা প্রিন্টিং প্রেসের যাবতীয় খুটিনাটি বিষয় খুব সহজ ও সুন্দরভাবে তুলে ধরেছি। যেখানে আপনারা প্রিন্টিং প্রেসে কি কি প্রোডাক্ট তৈরি/ছাপানো হয়, কোন প্রোডাক্টে কত টাকা খরচ, কত টাকা বিক্রি ও কত টাকা লাভ তা খুব সহজেই জানতে পারবেন। এই কোর্সটিকে আমরা দুটিভাবে ভাগ করেছি। একটিতে ডিজিটাল প্রিন্টিং এর আলোচনা ও অপরটিতে অফসেট/ছাপার কাজের আলোচনা করা হয়েছে।

ডিজিটাল প্রিন্টিং এর ক্ষেত্রে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে :

  • ডিজিটাল প্রিন্ট কি ?
  • ডিজিটাল প্রিন্টিং মেশিন কত প্রকার ও কি কি ?
  • ডিজিটাল প্রিন্টিং মেশিন দিয়ে কি কি মিডিয়া প্রিন্ট করা হয় ?
  • একেকটি রুলে কত স্কয়ার ফিট পেপার থাকে ?
  • কোন মিডিয়া কত টাকা স্কয়ার ফিট কেনা হয় ?
  • কোন মিডিয়া কত টাকা স্কয়ার ফিট বিক্রি করা হয় ?
  • কালি কত টাকা লিটার কেনা হয় ও প্রতি স্কয়ার ফিটে কত টাকার কালি প্রয়োজন ?
  • ডিজিটাল ইকো-সলভেন্ট মেশিন কত প্রকার ও কি কি?
  • ইকো-সলভেন্ট মেশিনে হেড কত প্রকার, কি কি ও কোন হেড কত টাকা ?
  • ডিজিটাল মেশিন কত টাকা ?
  • ডিজিটাল মেশিন সেটআপ করতে আনুষাঙ্গিক কি কি প্রয়োজন ?
  • ডিজিটাল মেশিন সম্পূর্ণ সেটআপ করতে সর্বমোট কত টাকা প্রয়োজন ?
  • ডিজিটাল প্রিন্টিং মেশিন আপনি কোথায় থেকে কিনবেন ?
  • ডিডিজিটাল মেশিন কিভাবে চালানো হয় ও কিছু যন্ত্রাংশ নিয়ে আলোচনা।
  • ডিজিটাল মেশিনের কিছু সমস্যা ও সমাধান।

অফসেটের যেই যেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে:

  • অফসেট/ ছাপার কাজ কী?
  • অফসেট মেশিন কত প্রকার ও কি ?
  • কিভাবে অফসেট মেশিনে কাগজ ছাপানো হয়?
  • প্লেইট কি?
  • প্লেইট কিভাবে তৈরি করা হয়?
  • কোন সাইজের প্লেইট কত টাকা?
  • অফসেট পেপার কত প্রকার?
  • অফসেট পেপার কি কি সাইজের হয়ে থাকে?
  • কোন পেপার কত টাকা রিম?
  • কিভাবে প্লেইট সেটআপ দিতে হয়?
  • এক কালার ও কালারিং কাজ কি?

অফসেটের নানান আইটেম যেমন:

  • পোস্টার (কি কি সাইজের হয়, কোন সাইজের কত টাকা খরচ)
  • ক্যালেন্ডার (কি কি সাইজের হয়, কোন সাইজের কত টাকা খরচ)
  • ক্যাশ মেমো (কি কি সাইজের হয়, কোন সাইজের কত টাকা খরচ)
  • ভিজিটিং কার্ড (কি কি কোয়ালিটি হয়, কোনটাতে কত টাকা খরচ)
  • প্যাড (কয় কালার হয়, কোনটাতে কত টাকা খরচ)
  • রিসিট (কয় কালার ও কি কি সাইজ হয়, কোনটাতে কত টাকা খরচ)
  • হ্যান্ডবিল (কি কি ধরনের হয়, কোনটাতে কত টাকা খরচ)
  • বেতন কার্ড (কি কি কালার ও সাইজের হয়, কোনটাতে কত খরচ)
  • খাম (কি কি কালার ও সাইজের হয়, কোনটাতে কত খরচ)
  • ইত্যাদি আইটেমগুলো কত টাকায় অর্ডার নেয়া হয় ও কত টাকা লাভ।

ব্যবসায়ী হতে হলে কোর্সটি আপনার কেন প্রয়োজন?

এই কোর্সটিতে প্রিন্টিং প্রেসের সকল সিক্রেট/গোপনীয় বিষয় তুলে ধরা হয়েছে। এই কোর্সটি আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে করা। কিভাবে অল্প টাকা ইনভেস্ট করে একজন সফল ব্যবসায়ী হতে পারবেন তা তুলে ধরা হয়েছে। কোর্সটিকে মালামালের হিসাব, খরচ-লাভ ইত্যাদি বিষয় খুব সহজ ও নিখুঁতভাবে বুঝানো হয়েছে। এই কোর্সটি কমপ্লিট করে অনায়াসে আপনি একটি প্রিন্টিং প্রেস চালু করতে পারবেন।

কোর্সটি করতে আপনার কি কি প্রয়োজন:

  • প্রথমত আপনার কোর্স ফি প্রয়োজন।
  • ব্যবসা করার মন-মানসিকতা ও ইচ্ছা।
  • পরিশ্রম করার ক্ষমতা ও ধৈর্য্য থাকা প্রয়োজন।
  • গ্রাফিক ডিজাইন সম্পর্কে বেসিক ধারণা।
  • সর্বশেষ ব্যবসা করতে প্রয়োজন ৫-৮ লক্ষ টাকা।

অনেকের মনে প্রশ্ন ব্যবসা ভাল হলে আমি কেমন টাকা ইনকাম করতে পারব?

আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি একজন প্রিন্টিং প্রেস ব্যবসায়ী। আমি আপনাদের লোভ দেখাব না। আপনারা যদি পরিশ্রম করতে পারেন ও কাস্টমারকে সন্তুষ্ট করে ডিজাইন ও সার্ভিস দিতে পারেন আর আপনাদের ব্যবসার পজিশন যদি ভাল হয় তাহলে প্রতি মাসে ১-৩ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। তবে হ্যাঁ আপনাদের কঠোর পরিশ্রমী হতে হবে এবং ধৈর্য্য ধরে কাজ করে যেতে হবে। এটি ১-২ মাসে হবে না। কত দিনে ঐ অবস্থানে যেতে পারবেন সেটি আপনার উপর নির্ভর করবে। তবে আমার ঐ অবস্থানে যেতে মাত্র ৩ মাস সময় লেগেছিল। আমি আপনাদের সর্বোচ্চ সাপোর্ট করব। আপনি কোর্স মেম্বার হওয়ার পর কোর্সের বাহিরেও যে-কোন প্রকার সাপোর্টের জন্য হোয়াটস্ অ্যাপে যোগাযোগ করে সকল প্রকার সাপোর্ট পাবেন।

আপনি সফল হতে আমরা আরো যা সুযোগ দিচ্ছি:

কোর্সটি শেষ করার পর আপনি চাইলে প্র্যাক্টিক্যালের জন্য আমাদের প্রতিষ্ঠানে ১-৩ মাসের জন্য আসতে পারেন। এতে কোন প্রকার ফি লাগবেনা। তবে থাকা ও খাওয়ার খরচ আপনাকে বহন করতে হবে।